Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তাড়াশ রাঁধা গোবিন্দ মন্দির
বিস্তারিত

 

    তাড়াশ ইউনিয়নে রাঁধা গোবিন্দ মন্দির একটি ঐতিহাসিক স্থাপনা । রায় বাহাদুরের নামানুসারে এই মন্দিরটির নামকরন করা হয় ''রাঁধা গোবিন্দ মন্দির'' । তাড়াশ সদর ইউনিয়নে তাড়াশ বাজারের মধ্যে অবস্থিত রাঁধা গোবিন্দ মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য খুবই গুরুত্বপুর্ণ একটি ধর্মীয় স্থাপনা । এই মন্দিরটি অত্র অঞ্চলের সর্ববৃহত এবং প্রাচীণ মন্দির । জমিদারী আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয় । এর স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য অসাধারণ । এখানে প্রায় সর্বস্তরের হিন্দু সম্প্রদয় পূজা করতে আসে ।