Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভিন্ন পেশাজীবী সংগঠন

 

 

  •       তাড়াশ সদর ইউনিয়নে বিভিন্ন পেশার লোক বাস করে । যেমনঃ ১) মৎস্য চাষ, ২) কৃষি কাজ, ৩) হাস-মুরগী পালন, ৪) গরু-ছাগল পালন, ৫) জেলে ইত্যাদি । এই সমস্ত লোক কোন না কোন কাজে নিয়জিত থেকে তাদের জীবিকা নির্বাহ করে । জেলেরা মাছ ধরে সেগুলো হাটে-বাজারে বিক্রি করে তারা যে টাকা/পয়সা পায় তা দিয়ে তাদের সংসার চালায় । জেলের মাছ ধরা একটা পেশা । আমাদের দেশে অনেক লোক আছে যারা পুকুরে পোনা ছাড়ে । তারপর সেগুলো যখন বড় হয় তখন তারা মাছ ধরে অনেক বড় বড় শহরে চালান করে দেয়। এ থেকে তারা অনেক লাভবান হয় । যারা মাছ চাষ করে তাদেরকে মৎস্য চাষী বলা হয় । আবার আমাদের এলাকার অনেক গ্রামে অনেকে হাঁস-মুরগীর খামার করেও প্রচুর লাভবান হচ্ছে । সেখানে মুরগী-হাঁস পালে। যখন এগুল বড় হয়ে যায় তখন তারা সেগুলো হাটে/বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে । এভাবেও অনেকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে । আবার অনেকে গরু-ছাগল লালন-পালন করে বড় করে । তারপর ঈদে এগুলো বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে । এটাও এক ধরনের পেশা । আর সব থেকে যে কাজের কথা না বললেই নয় তা হল কৃষি কাজ । আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল । আমাদের এলাকার বেশির ভাগ মানুষই কৃষির উপর নির্ভর করে বেছে থাকে । এরা অনেক কষ্ট করে ফসল ফলায় । আমাদের তাড়াশ সদরে বছরে ৩টি আবাদ হয় । এগুলো হল- ১) আমন, ২) ইরি, ৩) সরিষা । যেন মনে হয় কৃষিই তাদের প্রাণ । এই সকল পেশার লোক সারাক্ষন বিভিন্ন কাজে নিয়জিত থাকে ।