কিশোর-কিশোরী দলের একটি দৃশ্য
সংস্কৃতির ক্ষেত্রেও তাড়াশ পিছিয়ে নেই । গত ১১/০২/২০১২ইং তারিখে ''কিশোর-কিশোরী ক্লাব'' নামে একটি সাংস্কৃতিক শিক্ষাঙ্গন খোলা হয় । সেখানে কিশোর-কশোরি তাদের নিজেদের প্রতি নিজেরা কি ভাবে সচেতন হবে, বিভিন্ন রকম পাঠদানের বই যা পড়লে তারা শিখতে পারবে জানতে পারবে, অন্যকে জানাবে, সচেতব করতে পারবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহন করতে পারবে । তারা এসবের মাঝে খুজে পায় তাদের আনন্দ । এই সকল কাজের মধ্যে তাদের পছন্দের তালিকায় তারা সব থেকে বেশি বেছে নিয়েছে সংস্কৃতিটাকেই । তখন থেকেই অতি গৌরবের সাথেই এবং এখনও অনেক সুন্দর ভাবে পরিচালনা হয়ে আসছে এই ''কিশোর-কিশোরী ক্লাব'' । তারা কিছুটা আনন্দ পাবার জন্য নিজেরাই নিজেদের মত করে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম করে । এবং সকলেও এটা অনেক আনন্দের সাথেই উপভোগ করে । তাই সংস্কৃতিটাকে সকলেই ভালবাসুক এবং সকলেই সংস্কৃতিমনা হোক এটাই সকলের প্রত্যাশা ।
তাড়াশ ইয়ুথ ক্লাব
সংস্কৃতির ক্ষেত্রে তাড়াশ ইয়ুথ ক্লাবও কোন ক্ষেত্রে পিছিয়ে নেই । এর কার্যক্রম শুরু হয়েছে গত ২৮/০৯/২০১২ইং তারিখ থেকে । সংস্থাটির সঙ্গে কাজ করছে যুবকেরা । এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ''একশন ফর দ্যা চেঞ্জ''। এটি একটি সচেতনতামূলক কার্যক্রম ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS