মামলার আবেদন নং – ১
তারিখ : ৫/০৫/২০১৩ খ্রি :
বরাবর ,
সভাপতি/চেয়ারম্যান গ্রাম আদালত
৬ নং তাড়াশসদর ইউনিয়ন পরিষদ
তাড়াশ,সিরাজগঞ্জ ।
বাদী বিবাদী
১। মো: করিম ১। মো: ফারুক
পিতা: মো: জাকের পিতা- মো: আলেক
সাং: কাউরাইল সাং- খুঁটিগাছা
তাড়াশ, সিরাজগঞ্জ তাড়াশ, সিরাজগঞ্জ
জনাব,
আরজ এই যে, নামিক বিবাদীগন পরস্পর আত্বীয় ও পর অর্থ লোভী লোক বটে, পক্ষান্তরে আমি একজন সরল সহজ নিরিহ প্রকৃতির লোক গত ০৫/০৫/২০১৩ ইং তারিখে আমি উলিপুর হাট থেকে বাড়ী ফেরার পথে আব্দুল খালেকের জায়গায় উল্লেখিত বিবাদী আমাকে আক্রমন করে ও মারপিট করিয়া আমার নিকট থেকে ১০,০০০/= টাকা ছিনতাই করিয়া নিয়ে যায় । ঘটনার সময় স্বাক্ষীগন উপস্থিত ছিলেন ।আমার চিৎকারে এলাকার লোক জন আগাইয়া আসিলে বিবাদী পালাইয়া যায় ।
অতএব ,
দয়া করিয়া দাঙ্গাকারীর বিরুদ্ধে তদন্ত পূর্বক সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করিতে হুজুরের মর্জি হয় ।
বিনীত নিবেদক-
মো : করিম
পিতা মো: জাকের
গ্রাম : কাউরাইল
উপজেলা : তাড়াশ
জেলা : সিরাজগঞ্জ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS