তাড়াশের কুঞ্চবন পুকুর তাড়াশ ইউনিয়ন পরিষদের পুর্ব পাশে এবং ইউনিয়ন পরিষদের সাথে অবস্থিত । ইহার চারপাশে সবুজ গাছপালা আর পুকুরটির মাঝখানে যূবউন্নয়ন অফিস অবস্থিত । যাহা পুকুরটিকে আরও বেশি সোন্দর্য করে তুলেছে ।
শহিদ মিনার
এই শহিদ মিনারটি ইউনিয়ন পরিষদ থেকে উত্তরে অবস্থিত । ইউনিয়ন পরিষদ থেকে সোজা উত্তরে গিয়ে তিন মাথা মোড় । এই মোড়ে রয়েছে ভ্যান, মটর সাইকেল, ভটভটির গ্যারেজ । ঠিক এটির পশ্চিম পার্শেই এই শিহিদ মিনারটি অবস্থিত ।
তাড়াশ সরিষা ক্ষেত
এখানকার কৃষকেরা সরিষা মৌসুমে সরিষার আবাদ করে প্রচুর লাভবান হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS